মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের জন্য নীলফামারী জেলা জামায়াতের দোয়া মাহফিল

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টায় জেলা জামায়াতের কার্যালয় ‘আল-হেলাল একাডেমী’-তে আয়োজিত এ দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা ও বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফ, অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং জেলা অফিস সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম প্রমুখ।

বক্তারা বলেন, “উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের যে হৃদয়বিদারক মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, তা জাতিকে শোকাহত করেছে। নিহতদের আত্মত্যাগ জাতির জন্য এক বেদনাদায়ক শিক্ষা হয়ে থাকবে।”

You may also like

Leave a Comment