খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নীলফামারীতে কোরআন খতম ও দোয়া মাহফিল

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশের মতো নীলফামারীতেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও চলছে শোক ও বেদনার মাতম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নীলফামারী জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই এই মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করেন।

মরহুমার আত্মার মাগফেরাত কামনায় নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কোরআন খতম, দোয়া মাহফিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে কোরআন খতম শুরু হয়। মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত চলছে। কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও জেলার ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এদিকে নীলফামারী বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক ও সাংবাদিক সংগঠন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে পৃথক বিবৃতি প্রদান করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আপসহীন এই নেত্রীর ইন্তেকালে জাতি হারাল এক সাহসী, প্রজ্ঞাবান ও গণতন্ত্রকামী রাজনৈতিক নেত্রীকে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তাঁর আজীবন সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

You may also like

Leave a Comment