নীলফামারী ০১ আসনে ইঞ্জিনিয়ার তুহিনকে মনোনয়নের দাবিতে রাস্তায় শুয়ে আন্দোলন

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনকে পুনরায় মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীক বরাদ্দের দাবিতে রাস্তায় শুয়ে আন্দোলন করেছেন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে তারা খেজুর গাছ প্রতীকের প্রার্থীকে বয়কটের ঘোষণাও দেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ডোমার উপজেলার গোমনাতী বাজারে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার তুহিনকে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিক্ষোভ মিছিলটি গোমনাতী বাজার থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী আমবাড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় গোমনাতী বাজারে এসে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং সড়কে শুয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

মিছিল শেষে বক্তব্য দেন গোমনাতী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস আলী চৌধুরী লেবু, সাধারণ সম্পাদক তোহিদুর রহমান বুলবুল, উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরো, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম বাবু, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রইসুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, তৃণমূল পর্যায়ে ইঞ্জিনিয়ার তুহিনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

এর আগের দিন বৃহস্পতিবার বিকেলে নীলফামারী-১ আসনের বিএনপির নেতাকর্মীরা ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সেখান থেকেও ইঞ্জিনিয়ার তুহিনকে মনোনয়নের দাবিতে স্লোগান দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নাম ঘোষণা করা হয়। এর ফলে খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন থেকে বাদ দেওয়া হলে স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

 

You may also like

Leave a Comment