নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি দারুল কুরআন নাজিরিয়া একাডেমিক মাদ্রাসায় কার্পেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্ন এন্ড লিভ’।
সোমবার (২২ ডিসেম্বর) ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় এবং আর্ন এন্ড লিভ নীলফামারী জেলা শাখার আয়োজনে মাদ্রাসাটির শিক্ষার্থীদের হাতে কার্পেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ন এন্ড লিভের রংপুর বিভাগীয় প্রতিনিধি ফুয়াদ শাহরিয়া, নীলফামারী জেলা প্রতিনিধি মো. মোকাদ্দেস হোসেন, মাদ্রাসার শিক্ষক নাজির আহমেদসহ স্বেচ্ছাসেবক অনিক, আলামিন ও ওয়াহিদুল।
মাদ্রাসার শিক্ষক নাজির আহমেদ বলেন, এ ধরনের উপহার শিশুদের পড়াশোনার আগ্রহ বাড়ায় এবং বিশেষ করে এতিম শিক্ষার্থীদের মনোবল শক্তিশালী করে।
জেলা প্রতিনিধি মো. মোকাদ্দেস হোসেন বলেন, ছোট সহায়তাও শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই কার্পেট কোরআন শিক্ষার পরিবেশকে আরও আরামদায়ক করবে।
কার্পেট পেয়ে শিক্ষার্থীরা জানায়, এতে মাটিতে বসে পড়ার কষ্ট কমবে এবং পড়াশোনা আরও স্বাচ্ছন্দ্যময় হবে।
