খালেদা জিয়ার মৃত্যুতে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের শোক

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে)-এর দপ্তর বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আপেল স্বাক্ষরিত এক শোকবার্তায় সংগঠনের সভাপতি ইয়াসীন মোহাম্মদ সিথুন ও সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে জাতি হারাল এক আপসহীন, সাহসী ও প্রজ্ঞাবান রাজনৈতিক নেত্রীকে। তিনি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

শোকবার্তায় এনপিইউজে নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সে প্রার্থনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।

You may also like

Leave a Comment