ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহত কোমলমতি শিক্ষার্থীদের স্মরণে নীলফামারীর চিলাহাটিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে ডোমার উপজেলার চিলাহাটি Divine International School কর্তৃপক্ষ এ বিশেষ দোয়ার আয়োজন করে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক অংশ নেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ফারুক, ভাইস প্রিন্সিপাল উমর আলী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকমণ্ডলী।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা বলেন, “এই মর্মান্তিক ঘটনায় পুরো জাতি শোকাহত। যারা চলে গেছে তারা যেন জান্নাতবাসী হয় এবং যারা আহত হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।”
বক্তারা আরও বলেন, “Divine পরিবার সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী। তাই এমন শোকাবহ মুহূর্তে আমরা শিক্ষার্থীদের মানসিকভাবে সহানুভূতিশীল করে গড়ে তুলতে চাই।”
আলোচনা শেষে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ফারুক।