ডোমার প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর ডোমার প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

ডোমার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রওশন রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর আলী। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, সময় টিভির রংপুর ব্যুরো প্রধান নাজমুল ইসলাম নিশাত, ডোমার পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিক, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ। এসময় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম।

অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রেস ক্লাবের এ আয়োজনকে সাধুবাদ জানান এবং ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য এমন উদ্যোগের প্রশংসা করেন।

You may also like

Leave a Comment