ডোমারে ক্বেরাত প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর ডোমারে ক্বেরাত প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিার (২৭ মার্চ) বিকেলে ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর ৩নং ওয়ার্ড বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার ১২ জন ছাত্র ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অধিকার করেন জামেয়া ইসলামিয়া রিয়াজিয়ার ছাত্র নাজমুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেন খানাবাড়ি আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আ. রহিম এবং তৃতীয় স্থান লাভ করেন খাজা গরীবে নেওয়াজ দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র শিহাব ইসলাম।

ডোমার পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাহাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির প্রতিনিধি সিথুন, মানবজমিনের সাংবাদিক সোহাগ, দৈনিক সংবাদের প্রতিনিধি আলমগীর, কালবেলার প্রতিনিধি শাহিনুর রহমানসহ আরও অনেকে।

ক্বেরাত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম, হাফেজ মাওলানা ফরহাদ হুসাইন ও শামিম আহমেদ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে আয়োজন সম্পন্ন হয়।

You may also like

Leave a Comment