২৪ ঘন্টার মধ্যে ডিমলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বদলীর দাবী

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

২৪ ঘণ্টার মধ্যে ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুহুল মোছাদ্দেককে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচি ডিমলা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় ডিমলা উপজেলার বিজয় চত্ত্বরে ডিমলা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

নীলফামারীর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের মুখপাত্র ও ডিমলা উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোসাহেদুল ইসলাম মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর জেলার যুগ্ম আহ্বায়ক শাকিল প্রধান, যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির প্রমূখ।

নীলফামারীর ডিমলা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. রহুল মোছাদ্দেক এর বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে মানববন্ধনে বক্তব্য দেন এবং অপসারণের দাবী তোলেন।

You may also like

Leave a Comment