29
নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ বুধবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব বোড়াগাড়ী এলাকার আব্দুর রহমানের ছেলে বাবুল মিয়া (৫২) এবং নিজ ভোগডাবুড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুয়েল ইসলাম (৩৩)। বুধবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন বলে জানা গেছে।