18
নীলফামারীর ডোমার থানায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মো. মুকুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ডোমার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃত মুকুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি ডোমার সদর ইউনিয়নের চিলাই পাগলা বাজার এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মুকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, শুক্রবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।