ব্যবসায়ীকে ফাঁসাতে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

একজন স্থানীয় ব্যবসায়ীকে সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্যবসায়ী মহলসহ স্থানীয় সচেতন নাগরিকরা।

জানা গেছে, ডিমলা উপজেলার গয়াবাড়ী এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর খান দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে “ডিমলায় মোবাইল কোর্টে জব্দকৃত পাথর লুট ” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়, যা ব্যবসায়ীর দাবি অনুযায়ী সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। কিন্তু তদন্তে দেখা গেছে, সংবাদে উল্লিখিত তথ্যের কোনো প্রমাণ নেই। অভিযোগের তথাকথিত সাক্ষী ও ভুক্তভোগী ব্যক্তিরাও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। সংবাদ প্রকাশের আগে সাংবাদিক কর্তৃপক্ষ কোনো যাচাই বা মন্তব্য নেওয়ার চেষ্টাও করেননি।

এ বিষয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর খান বলেন, “আমার ব্যবসায়িক সাফল্য ও জনপ্রিয়তা দেখে কিছু ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করেছে। এতে আমার মান-সম্মান ও ব্যবসা দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

আইনজীবীরা আব্দুর রাজ্জাক জানান, কারও সম্মানহানি বা হয়রানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রকাশ ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ।

You may also like

Leave a Comment