দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে নীলফামারীতে জাকের পার্টির জনসভা ও র‌্যালি

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে নীলফামারী জেলা জাকের পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মোড়ে এ জনসভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি মনোনীত প্রার্থী মো. লতিবালী রহমান লতিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি ডাক্তার শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় যুব উলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পঞ্চগড় জেলা যুব উলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, নীলফামারী যুব ফ্রন্টের জেলা সভাপতি শাহজান কবীর, মহিলা ফ্রন্টের জেলা সভাপতি সুলতানা বসুনিয়া ও ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি মো. সোহেল। এছাড়াও ডোমারের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টির সম্মানিত চেয়ারম্যানের নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। জাকের পার্টিই একমাত্র রাজনৈতিক দল, যারা চাঁদাবাজি করে না; বরং নিজেদের অর্থ খরচ করে দল পরিচালনা করে। তারা আরও বলেন, গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জাকের পার্টিকে বিজয়ী করতে হবে, যাতে দেশে সত্যিকার শান্তি, নৈতিকতা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায়।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ডোমারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির এ ধরনের জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

 

You may also like

Leave a Comment