ডোমারে স্কাউটস সদস্যদের নিয়ে বার্ষিক ডে ক্যাম্প অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ে স্কাউটস সদস্যদের নিয়ে দিনব্যাপী বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৪ ই অক্টোবর) সকাল সাতটায় বিদ্যালয় মাঠে সকল স্কাউট দলের উপস্থিতি, রেজিস্ট্রেশন ও তাঁবু খাটানোর মধ্যে দিয়ে কর্মসূচির শুরু হয়।

এরপর জাতীয় পতাকা উত্তোলন ও মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়শা সাঈদ তন্নী। এতে সভাপতিত্ব করেন – খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন – দিনাজপুর আঞ্চলিক উপ কমিশনার প্রশিক্ষণ বিনয় রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার ভাইজার সফিউল ইসলাম,ডোমার উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কমিশনার নাজিরা ফিরদৌসী চৌধুরী,খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শরিফ হোসেন,বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা প্রমূখ।

ডে ক্যাম্পে খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ে স্কাউটস সদস্যরা

 

ক্যাম্প চলাকালে শিক্ষার্থীরা অংশ নেয় বিভিন্ন প্রদর্শনী ও ব্যবহারিক কার্যক্রমে। এর মধ্যে ছিল- ফাস্ট এইড স্ক্যাফ ব্যান্ডেজ,থাই ব্যান্ডেজ,জো ব্যান্ডেজ,পাইওনিয়ারিং,ফ্ল্যাগ স্ট্যান্ড তৈরি,দূরত্ব নির্ণয় ও হাইকিং প্রভৃতি।

বিকেলে চলে কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও শৃঙ্খলা প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ধরনের ডে ক্যাম্প শিক্ষার্থীদের দলগত কাজ, নেতৃত্ব, আত্মনির্ভরতা ও সামাজিক দায়বদ্ধতা শেখায়। দিনব্যাপী এই কর্মসূচি সন্ধ্যায় সমাপনী পর্ব ও বিদায় ঘোষণার মাধ্যমে শেষ হয়।

You may also like

Leave a Comment