নীলফামারী সদরের জুম্মাপাড়া এলাকা থেকে একটি আহত লক্ষ্মী পেঁচা উদ্ধার করা হয়েছে। সৈয়দপুর বন বিভাগে পেঁচাটি চিকিৎসাধীন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পাখি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন “সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা” এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন পেঁচাটি উদ্ধার করেন।
উদ্ধারকারী আলমগীর হোসেন জানান, লক্ষ্মী পেঁচাটি সম্ভবত অন্য প্রাণীর আক্রমণে আহত হয়ে গাছ থেকে পড়ে যায়। নীলফামারী সদরের জুম্মাপাড়া এলাকার এক শিক্ষকের মাধ্যমে মো. মনিরুজ্জামান (মনি)-কে জানান। পরে মনিরুজ্জামান পেঁচাটিকে উদ্ধার করে সৈয়দপুর সামাজিক বন বিভাগে নিয়ে যান, যেখানে সেটি চিকিৎসাধীন।
মনিরুজ্জামান (মনি) বলেন, “বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং আহত প্রাণী দেখলে দ্রুত বিশেষজ্ঞদের জানানো উচিত।”
সৈয়দপুর সামাজিক বনায়ন নাসারী ও প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিকুল ইসলাম বলেন, পেঁচাটি উদ্ধার করে সামাজিক বন বিভাগ সৈয়দপুর নিয়ে যাওয়া হয় । সেখানে পাখিটিকে চিকিৎসার দেওয়া হচ্ছে । পেঁচাটি পুরোপুরি সুস্থ হতে দুই তিনদিন সময় লাগবে। সুস্থ হওয়ার পর পেঁচাটিকে অবমুক্ত করে দেয়া হবে ।