নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৈমারী ইউনিয়ন শাখার উদ্যোগে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে কৈমারী ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কৈমারী ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও কৈমারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদার রহমান মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার শূরা সদস্য মাওলানা অধ্যক্ষ ওবায়দুল্লাহ সালাফি।

সমাবেশে কৈমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সকল সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, ‘গত ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা তিনভাবে ভোট করেছেন একতরফা নির্বাচন, নিশিরাতের নির্বাচন এবং ড্যামি নির্বাচন। এতে দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এবং অর্থ পাচার করে তিনি পালিয়ে গেছেন। শেখ হাসিনা যেন আর কোনো ষড়যন্ত্র করতে না পারেন এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা আমীর মোখলেসুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আল হাসান, উপজেলা সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম প্রমুখ। সমাবেশে কৈমারী ইউনিয়নের সকল সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।