‘অপারেশন ডেভিল হান্ট’ সফলতা কামনা করে, নিরপরাধদের হয়রানি না করার আহ্বান মিজানুর রহমান আজহারির

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

দেশজুড়ে আলোচিত ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা মিজানুর রহমান আজহারি। ‘অপারেশন ডেভিল হান্ট’-এর সফলতা কামনা করে  আজহারির স্ট্যাটাস, নিরপরাধদের হয়রানি না করার আহ্বান জানান তিনি।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযানের সফলতা কামনা করেন এবং সঠিক অপরাধীদের গ্রেফতারের ওপর জোর দেন। একই সাথে, এই অভিযানে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান।

আজহারি তার স্ট্যাটাসের কমেন্ট বক্সে লেখেন, “অপারেশন ডেভিল হান্টের সফলতা কামনা করি। আমাদের প্রত্যাশা, প্রকৃত অপরাধীরাই যেন গ্রেফতার হয় এবং কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।”

তার এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। ভক্ত ও অনুসারীরা সমর্থন জানিয়ে মতামত দিয়েছেন তার স্ট্যাটাসে। একজন মন্তব্য করেন, “আপনার এই মানবিক বক্তব্য সত্যিই প্রশংসনীয়। আমরা চাই প্রকৃত অপরাধীরা শাস্তি পাক, তবে নিরপরাধ কেউ যেন কষ্ট না পায়।” আরেকজন লেখেন, “আপনার কথাগুলো আমাদের সবার মনের কথা। আল্লাহ যেন সত্যকে প্রকাশিত করেন।”

‘অপারেশন ডেভিল হান্ট’ সম্প্রতি দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে শুরু হওয়া একটি বিশেষ অভিযান, যার লক্ষ্য সমাজে লুকিয়ে থাকা অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। তবে, এই অভিযানে নিরপরাধ কেউ হয়রানির শিকার হতে পারে—এমন শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন মহল।

বিশ্লেষকরা মনে করছেন, আজহারির এই বক্তব্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিরপরাধদের রক্ষা করা যে সমানভাবে গুরুত্বপূর্ণ, সেটি আবারও উঠে এসেছে তার কথায়।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, জনগণ প্রত্যাশা করছে, অভিযানটি ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হবে এবং কেউ অহেতুক হয়রানির শিকার হবে না।

You may also like

Leave a Comment