নীলফামারীর ডোমারে মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডোমার উপজেলা মহিলা দলের কয়েক হাজার নেতাকর্মী ও সদস্যরা অংশগ্রহণে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্যসমিতি হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
ডোমার উপজেলা মহিলা দলের সভাপতি আসমা তারা লাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানারা বিথির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান টুলু, মাসুদ বিন আমিন সুমন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডোমার উপজেলা শাখার আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, ডোমার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ এবং পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ প্রমুখ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। একইসাথে আগামী দিনে দলের আন্দোলন-সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।