পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

নীলফামারী সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

এই কার্যক্রমের নেতৃত্ব দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিজেদের হাতে চারা রোপণ করেন এবং তাদের পরিচর্যার দায়িত্বও নেন।

প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, “শুধু পাঠ্যপুস্তক নয়, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় গড়ে তুলতে হবে। পরিবেশ সম্পর্কে সচেতন করাই আমাদের অন্যতম দায়িত্ব। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি প্রয়াস।”

সহকারী শিক্ষকরা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে প্রতিষ্ঠানটি চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে এলাকার প্রাকৃতিক পরিবেশও রক্ষা করা হচ্ছে।

ছাত্র-ছাত্রীদের কেউ কেউ বলেন, তারা গাছ রোপণ করে আনন্দ পেয়েছেন এবং নিয়মিত পরিচর্যা করার অঙ্গীকারও করেছেন। পরিবেশ রক্ষায় নিজেরাও ভূমিকা রাখতে পেরে তারা গর্বিত।

বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা গাছগুলোর মধ্যে আম, কাঁঠাল, পেয়ারা, নিম, অর্জুন, বহেড়া, তুলসী, নিমপাতা ও তেজপাতার মতো ফলজ, বনজ ও ওষধি প্রজাতির গাছ রয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের কার্যক্রম শুধু একবারের জন্য নয়—আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। ভবিষ্যতে বৃক্ষরোপণের পাশাপাশি ‘পরিবেশবিষয়ক সেমিনার’, ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ এবং ‘সবুজ বিদ্যালয়’ গড়ার উদ্যোগ নেওয়া হবে।

এ উদ্যোগ এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যেও প্রশংসার জন্ম দিয়েছে।

You may also like

Leave a Comment