ডোমারে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর ডোমারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় ডোমার মডেল মসজিদ মিলনায়তনে শিক্ষাশিবিরের আয়োজন করেন জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা।

ডোমার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নির্বাচিত অগ্রসর কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন, ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল আলমসহ দলের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “জামায়াতে ইসলামীর কাঠামোকে শক্তিশালী করতে হলে নামাজের ব্যাপারে সিরিয়াস হতে হবে। সহীহভাবে কুরআন তিলাওয়াত শিখতে হবে এবং প্রয়োজনে আলেম ওলামাদের সহযোগিতা নিতে হবে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে ২০২৫ সালের মধ্যেই সবাইকে জামায়াতের রুকন হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।”

You may also like

Leave a Comment