নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক খাদে পড়ে আশীষ চন্দ্র রায় (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) ভোররাতে কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কে মোজাম্মেল হক ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশীষ চন্দ্র রায় রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলা থেকে জলঢাকার মীরগঞ্জগামী একটি ইটবোঝাই ট্রাক একটি বালুর ট্রলিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা শ্রমিক আশীষ চন্দ্র রায় ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং মুহূর্তের মধ্যে ট্রাকের ইট তার ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। তারা আশীষকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৩জন আহত হন তবে তারা আশঙ্কামুক্ত রয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”