কিশোরগঞ্জে পলাতক আ’লীগ ও অঙ্গ-সংগঠনের চার নেতা গ্রেফতার

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর কিশোরগঞ্জে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার পুটিমারী ইউনিয়নের মৃত বদিউজ্জামানের ছেলে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছদর উদ্দিন, নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ২ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম, একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি খোকন এবং আওয়ামী লীগ নেতা নুর হোসেন।

কিশোরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় অভিযোগ রয়েছে—সরকারি অর্থ আত্মসাৎ, টেন্ডারবাজি, হত্যাচেষ্টা, দলীয় কোন্দলে সহিংসতা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অপরাধ।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, “তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আমরা প্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালাই। তাদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

You may also like

Leave a Comment