রাতে ট্রেন থেকে ছোড়া ঢিলে যুবক গুরুতর আহত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর ডোমারে ট্রেন থেকে ছোড়া ঢিলের আঘাতে হৃদয় রায় (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের অজ্ঞাত এক যাত্রীর ছোড়া ঢিলে এ ঘটনা ঘটে।

আহত হৃদয় রায় ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার মানিক রায়ের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শী রামপ্রসাদ নামে এক যুবক জানান, “রাতে আবহাওয়া গরম ছিল, তাই আমরা কয়েকজন মিলে রেললাইনের পাশে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ট্রেনটি যাওয়ার সময় ভেতর থেকে কেউ একটি শক্ত কিছু ছুড়ে মারে। আমরা দেখি হৃদয় মাটিতে লুটিয়ে পড়েছে। পরে দেখা যায়, তার বাম চোখের এক ইঞ্চি নিচে প্রচণ্ড আঘাত লেগেছে এবং রক্ত বের হচ্ছে।”

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহতের বড় ভাই উত্তম রায় বলেন, “রাতের অন্ধকারে কী ছোড়া হয়েছিল তা স্পষ্ট দেখা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পাথর জাতীয় কিছু ছিল। আঘাত বেশ গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা দ্রুত রেফার করেন।”

এ বিষয়ে ডোমার রেলস্টেশন মাস্টার রবিউল ইসলাম বাবু বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। স্টেশন চত্বরের বাইরের ঘটনা হওয়ায় এটি সরাসরি আমাদের নিয়ন্ত্রণে নয়। তবে আমি বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানাবো।”

এদিকে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

You may also like

Leave a Comment