ডোমারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে মাহে রমজানের স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর ডোমার বাটার মোড় হতে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বাটার মোড়ে মিলিত হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আমীর খন্দকার মো. আহমাদুল হক মানিক, সাবেক উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সোহেল রানা, পৌরসভা আমীর মোঃ নুর কামাল, বোড়াগাড়ী ইউনিয়ন আমীর মাওলানা লিয়াকত আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে হবে। অন্যথায় প্রশাসন ও জনগণকে নিয়ে বাজার মনিটরিং করা হবে। এছাড়াও, রমজানের পবিত্রতা বজায় রাখতে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, রমজান আত্মসংযম, ইবাদত ও ত্যাগের মাস। এ মাসের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। এজন্য ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে এবং সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

You may also like

Leave a Comment