পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় ২০০-এর বেশি দুস্থ পরিবারের মাঝে রমজানের খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় দুই শতাধিক দরিদ্র পরিবারের হাতে ১৩ আইটেমের খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের অর্থায়নে এই উদ্যোগ নেওয়া হয়, যা সার্বিকভাবে পরিচালনা করেন ডোমার উপজেলা জমিয়তের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, প্রিন্সিপাল সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, আহসানুল হুসাইন আনু, ডা. তুহিন ইবনে হাদী, মাওলানা একরামুল হক, মুফতী মাহমুদ বিন আলম, হাফেজ শাহিনুর রহমান ও হাফেজ মিজানুর রহমান প্রমুখ।
জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “রমজান মানবতার মাস। দরিদ্রদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধারাবাহিক ভাবে আমার এই রকম সামাজিক কার্যক্রম চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন মানবিক সহায়তা রমজানের প্রস্তুতিতে অসহায় পরিবারগুলোর জন্য বিশেষ সহায়ক হবে।