নীলফামারীতে নোসাব কমিটির সভাপতি নাজমুল ও সাধারণ সম্পাদক ফুয়াদ

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারী সরকারি কলেজ শাখায় নাজমুল ইসলাম কাজলকে সভাপতি ও ফুয়াদ আলীকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব)।

শনিবার (১ নভেম্বর) নোসাবের প্রতিষ্ঠাতা মোছাদ্দেক হোসাইন ইমন ও বিল্লাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি সানজিদা আক্তার মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক হৃদয় পারভেজ, প্রচার সম্পাদক বায়জিদ ইসলাম লাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মোবাশ্বের আলী এবং কার্যকরী সদস্য মেহেদী হাসান মারুফ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment