৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘বসুন্ধরা ক্ষুদ্র কে.বি.এস.এস লিমিটেড’-কে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্বারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লায়লা সাঈদ ত্বনী ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি।
এ সময় উপস্থিত ছিলেন ডোমার সার্কেলের সহকারী পুলিশ কমিশনার জনাব নিয়াজ মেহেদী, লালমনিরহাট জেলা সমবায় অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব নূর মোহাম্মদ, ডোমার প্রেসক্লাবের সভাপতি জনাব মোজাফফর হোসেন, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা জনাব মোঃ আরিফ হোসেন, উপজেলা বন কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বসুন্ধরা ক্ষুদ্র কে.বি.এস.এস লিমিটেড-এর ব্যবস্থাপক জনাব মোঃ সোহেল রানা উপস্থিত থেকে সম্মাননা স্বারকটি গ্রহণ করেন।
বক্তারা বলেন, বসুন্ধরা ক্ষুদ্র কে.বি.এস.এস লিমিটেড স্থানীয় পর্যায়ে সমবায় আন্দোলনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক পরিবর্তনে প্রতিষ্ঠানটির অবদান প্রশংসনীয়।
