জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে নীলফামারীতে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের ডিসি অফিস চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি গাছবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই হিসেবেও পরিচিত।
বিজয় র্যালিতে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
র্যালির পূর্বে ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, আহ্বায়ক কমিটির সদস্য আবু মোহাম্মদ সোয়েম ও মুক্তার হোসেন।
সমাবেশ পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু।
বক্তব্যে তুহিন বলেন, “ছাত্র ও জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। ১৮ বছরের যন্ত্রণার অবসান হয়েছে। আজ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে।”
তিনি বলেন, “এই আন্দোলনে শহীদ হওয়া সকল ভাইদের প্রতি বিএনপি চিরকাল কৃতজ্ঞ। তাদের এই আত্মত্যাগ আমরা ভুলবো না। তাদের স্মৃতির প্রতি আমরা স্যালুট জানাই।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তুহিন বলেন, “সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তরুণদের প্রতি আমার আহ্বান, তারেক রহমানের শ্লোগান ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক’—এটির প্রতিফলন ঘটাতে হবে।”