নীলফামারীতে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণে এবং ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে জেলার সর্বোচ্চ পাঁচজন রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এই প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মালয়েশিয়া প্রবাসী নাজমুল হুদার স্ত্রী মিতু আক্তার এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতার হোসেন বক্তব্য রাখেন।
জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরা হয় এবং তাদের সম্মান জানানো হয়।
প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা জানান, সম্মাননা প্রাপ্ত পাঁচজন হলেন—মোহাম্মদ কে সরকার, নাজিমা বেগম, মেহের বানু, নাজমুল হুদা ও জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বক্তারা রেমিট্যান্স যোদ্ধাদের দেশের অর্থনীতিতে ভূমিকার প্রশংসা করেন এবং প্রবাসীদের অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।