বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা ওলামা বিভাগের আয়োজনে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই ২০২৫) কিশোরগঞ্জ উপজেলা মডেল মসজিদে এ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমামগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. খায়রুল আনাম।
বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিমলা জামায়াতের আমীর মাওলানা অধ্যাপক মুজিবুর রহমান। সম্মেলনের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা জাহেদুল ইসলাম।
এছাড়াও উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ওলামা বিভাগের দায়িত্বশীলগণ এবং ইউনিয়ন পর্যায়ের ইমামগণ সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে সমাজ সংস্কার, ইসলামী আদর্শ প্রচার ও ইমামদের দায়িত্ব-কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।