সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহরের আল ফারুক একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখা এ আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আমীর ও জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন শহর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান এবং সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।

বক্তারা বলেন, বাংলার প্রতিটি আন্দোলনে ছাত্র-যুবকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের অবদান ছিল অবিস্মরণীয়। ওই অভ্যুত্থানে প্রায় ২ হাজার শহীদ ও ৩০ হাজারের বেশি আহত হয়েছেন।

তাঁদের আত্মত্যাগের ফলে দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে এবং দেশের জনগণের অধিকার নিশ্চিত হওয়ার পথ তৈরি হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

You may also like

Leave a Comment