ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিচার দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা।
মানববন্ধনের আয়োজন করেন নীলফামারীর শহীদ ও নির্যাতিত পরিবারগুলোর সদস্যরা। এতে অংশ নেন জেলার বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষেরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সেক্রেটারি এডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, এডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, এডভোকেট আনিছুর রহমান আজাদ সহ শহীদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, নির্যাতিত পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আইনের শাসন ভেঙে পড়েছে। যারা নির্যাতন চালাচ্ছে, তারা আজও বিচারের বাইরে। এ সময় বক্তারা সকল নির্যাতনের বিচার এবং দোষীদের শাস্তির দাবী জানায়।