নীলফামারী সরকারি কলেজের জমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৬ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। পরে অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ভূঁইয়ার কাছে স্মারকলিপি প্রদান করে তারা।
স্মারকলিপিতে জানানো হয়, কলেজের ৩৩ শতাংশ জমি রয়েছে, যেখানে ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু ওই জমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে জানান, দাবি উপেক্ষা করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
বিক্ষোভে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ওয়ারিয়র্স অব জুলাই-এর সদস্য সচিব মোস্তফা মুহাম্মদ শ্রেষ্ঠ, ছাত্রদলের কলেজ শাখার সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, ইসলামী ছাত্র শিবির সভাপতি হাসান আলী, ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ সৈকত ও রাইসুল ইসলাম রানা।
ছাত্রদল নেতা পায়েলুজ্জামান রক্সি বলেন, “জমি হস্তান্তর হলে ছাত্রাবাসসহ ভবিষ্যতে অবকাঠামোগত সংকটে পড়বে কলেজ। ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা।”
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম বলেন, “আমরা নিজস্ব ভবনের পরিকল্পনায় কলেজের জমি প্রাথমিকভাবে বিবেচনায় রেখেছি। মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন।”
কলেজ অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, “জমির অপ্রতুলতা রয়েছে। কলেজ পরিষদের পক্ষ থেকে ভবন না করার অনুরোধ জেলা প্রশাসক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।”