নীলফামারীর চিলাহাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ আয়োজিত “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সেমিনার-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে চিলাহাটি সরকারী কলেজ হলরুমে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিবর্গদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জলঢাকার গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার রসায়ন বিভাগের প্রভাষক ও অন্বেষণ এর উপদেষ্টা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও অন্বেষনের সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রবিউল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্টের আপিল বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওবায়দুর রহমান তারেক। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলি ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অন্বেষণ আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রংপুর আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বিজ্ঞানী ড. মো. মোস্তাহেদ হোসেন (ফায়ার), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জনাব রায়হানুল ইসলাম, অন্বেষণ এর প্রধান সমন্বয়ক ও আকুপাংচার বিশেষজ্ঞ ডা. মো. মোশফিকুর রহমান, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আসাদুজ্জামান রিফাত, প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সমন্বয়ক হাফেজ মো. ঈসা আলী, সংগঠনের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. সা-আদ ইবনে শরীফ প্রধান সহ পরিচালনা পর্ষদের উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চিলাহাটি ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের পরিচালনা পর্ষদের উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্বেষণের পক্ষ থেকে আয়োজনে অংশগ্রহণকারী সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।