আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে কুরবানির গোশত ও চাল বিতরণ

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে ঈদুল আযহার দিনে “আদর্শ সমাজ কল্যাণ পরিষদ” এর উদ্যোগে ৬০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কুরবানির গোশত ও চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ জুন) ঈদের এই বিশেষ দিনে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনের সদস্যরা এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন। ঈদের দিনে পুষ্টিকর খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো।

সংগঠনের সভাপতি মো. মেহেদী হাসানের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল বারী ফাহিম, কোষাধ্যক্ষ শাহীনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক বিপ্লব হোসেন এবং কার্যকরী সদস্য আবু সালেহ মোহাম্মদ সিয়াম, তাওহীদ জিহাদ ও লালচাঁদ।

বিতরণ অনুষ্ঠানে সভাপতি মেহেদী হাসান বলেন, “আমরা চাই সমাজের প্রতিটি স্তরের মানুষ ঈদের আনন্দ উপভোগ করুক। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন বৃহৎ সামাজিক দায়িত্ব পালনের অনুপ্রেরণা হয়ে ওঠে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও বেশি মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

You may also like

Leave a Comment