ডিমলায় ইউনিয়ন যুবদলের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুর রহমান সাদ্দাম ও সহসভাপতি আব্দুল হামিদের বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসহ নানা অভিযোগ উঠেছে। একই ইউনিয়নের বিএনপি নেতাকর্মী এবং এলাকাবাসী এ অভিযোগ তুলেছেন।

সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মমিনুর রহমান সাদ্দাম ও আব্দুল হামিদ দলীয় পদের প্রভাব খাটিয়ে অসহায় দুস্থ এলাকাবাসী ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছেন। সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে ঝুনাগাছচাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের বাসিন্দা মাহিদুল ইসলাম বাচ্চুর স্ত্রী মোসাম্মৎ শেফালী বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়।

এছাড়া প্যারালাইসিস আক্রান্ত যুবদল নেতা সোলায়মান আলীর পুত্র সাইদার রহমানের ইজিবাইক বিক্রির মধ্যস্থতার নামে ৩২ হাজার টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে সরকারি সুযোগ-সুবিধা দেয়ার প্রতিশ্রুতিতে আরো ৭ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দক্ষিণ সোনাখুলি গ্রামের মৃত মমিনুর রহমানের পুত্র মাজেদুল ইসলাম ও সাদিকুল ইসলামের যৌথভাবে পরিচালিত চালের দোকান ও মোবাইল ফ্লেক্সিলোডের দোকানে দলবল নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরবর্তীতে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ঝুনাগাছচাপানীহাটের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বিএনপির ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, যুবদলের সভাপতি মমিনুর রহমান সাদ্দাম ও সহসভাপতি আব্দুল হামিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি দলের উর্ধ্বতন নেতাদের অবগত করা হয়েছে।

উল্লেখ্য, দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মমিনুর রহমান সাদ্দামকে গত বছরের ২৪ মার্চ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং ৫ জুলাই তাকে বহিষ্কার করা হয়। তবে সাম্প্রতিক সময়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা মমিনুর রহমান সাদ্দাম দাবি করেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “নিয়মতান্ত্রিকভাবে ঝুনাগাছচাপানী হাটের ইজারা আমার দলের সহসভাপতি আব্দুল হামিদ পেয়েছেন। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।”

এ বিষয়ে ডিমলা উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম সেলিম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অচিরেই এ বিষয়ে মিটিং ডেকে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে।”

You may also like

Leave a Comment