নীলফামারীর সৈয়দপুরে পৌর যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারকে (৬০) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর শহরের কাজীপাড়া হঠাৎবস্তি সংলগ্ন রেলওয়ের ভাগার এলাকায় পুকুরপাড়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, পিকনিকের আড়ালে সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য দলীয় নেতাকর্মীদের গোপন মিটিংয়ে আহ্বান করেছিলেন হায়দার। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও হায়দার পালানোর সময় রাস্তার পাশের ডোবায় পড়ে যান এবং সেখানেই তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হায়দার সৈয়দপুর পৌর যুবলীগের আহ্বায়ক, কাজীপাড়া এলাকার মৃত কাজী ওমর আলীর ছেলে এবং সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, হায়দার ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি। ওই মামলায় ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ এক শিক্ষার্থী হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় অভিযোগ করেছেন।
হায়দারকে গ্রেফতার দেখিয়ে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাস ও নাশকতা মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে হায়দারের পরিবারের দাবি, সেখানে কোনো গোপন মিটিং হয়নি, বরং পুকুর লিজ নেওয়া উপলক্ষে পরিবার ও আত্মীয়দের নিয়ে একটি সাধারণ পিকনিকের আয়োজন করা হয়েছিল।