নীলফামারী ডোমার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর এর দীর্ঘ ছুটির সময়েও পরিবার পরিকল্পনা মা-শিশু স্বাস্থ্য ও কৈশোর কালীন প্রজনন স্বাস্থ্যসেবা চলমান রয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে ঘুরে দেখা গেছে পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটির পরেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছে।গর্ভবতী মায়েরা নরমাল ডেলিভারির মাধ্যমে সুন্দর ফুটফুটে বাচ্চা পাচ্ছে। আর এই সুন্দর ফুটফুটে বচ্চাটিকে নিরাপদে নরমাল ডেলিভারি হওয়ার জন্য পরিবার কল্যাণ পরিদর্শিকারা আপ্রাণ চেষ্টা করছে।
ডোমার সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা জানায় ,কুলসুম নামের একজন গর্ভবতী মায়ের যখন পেইন উঠেছে। তখন তাকে তার পরিবারের লোকজন সবাই মিলে সন্ধ্যা ৭টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে আসেন এবং তার একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান নরমাল ডেলিভারি মাধ্যমে জন্ম দিতে আমরা সক্ষম হই।
নবজাতকের মায়ের সাথে কথা হলে তিনি বলেন আজকে যদি আমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে কেন্দ্র বন্ধ পাইতাম তাহলে যানিনা আমার ও আমার বাচ্চার কী হতো।ওনাদের সরকারি ছুটি থাকার পরেও ওনারা যে কাজটা করছে তাতে আমি ওনাদের কাছে চির রিনি হয়ে থাকবো।
পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডোমার উপজেলার মেডিকেল অফিসার (এম সি এইচ এফ পি) ডাঃ মিনহাজুল আলম (শাওন) বলেন এই দীর্ঘ ঈদের ছুটিতে গর্ভবতী মায়েরা যেন সম্পুর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে আমাদের বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি সম্পন করতে পারে।
এ বিষয়ে উপপরিচালক (পরিবার পরিকল্পনা, নীলফামারী) জনাব মোজাম্মেল হক মহোদয় এর নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই ফলশ্রুতিতে গতকাল ডোমার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।