ডোমারে ঈদ পূর্ণমিলনীতে লিজেন্ডদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

নীলফামারীর ডোমারের বামুনিয়ায় ঈদ পূর্ণমিলনী উপলক্ষে লিজেন্ডদের নিয়ে একদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে বামুনিয়ার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল একসময়ের অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড়দের একত্রিত করা, যারা বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত। স্মৃতিচারণ ও বন্ধুত্ব পুনরুজ্জীবিত করতে এ আয়োজনকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি দল— স্মার্ট স্টার, ঠান্ডার পাওয়ার, চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স ও বামুনিয়া সাইনিং। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঠান্ডার পাওয়ার এবং রানার্সআপ হয় স্মার্ট স্টার।

সারাদিনের এ আয়োজনে ছিল পরিচিতি পর্ব, ছবি তোলা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা ও পুরস্কার বিতরণ। টুর্নামেন্টটি আয়োজন করেন আলমগীর কবির বাবু, চয়ন অধিকারী, রায়হান রূপসা, হারুন, গৌরাঙ্গ রায়, মুকুল ইসলাম, বাসিদুলসহ আরও অনেকে।

আয়োজকদের মধ্যে অন্যতম আলমগীর কবির বাবু বলেন, “আমরা সবাই একসময় ক্রিকেট খেলেছি, একসাথে সময় কাটিয়েছি। কিন্তু ব্যস্ততার কারণে এখন আর তেমনভাবে দেখা হয় না। ঈদ পূর্ণমিলনী উপলক্ষে এই ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল সবাইকে একত্রিত করা, পুরোনো স্মৃতিগুলো ফিরিয়ে আনা। খেলাধুলার মাধ্যমে আমরা বন্ধন আরও দৃঢ় করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে আমাদের বন্ধুত্ব ও ক্রীড়াচর্চা ধরে রাখা যায়।”

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সিনিয়র খেলোয়াড়দের পুনর্মিলনী ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি এলাকার ক্রীড়াচর্চার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

You may also like

Leave a Comment