নীলফামারীর ডোমারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় উপজেলার ছোট রাউতা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মুর্শিদাবাদী আনছারীয়া দরবার শরীফের গদ্দীনশিন পীর শাহ্ সুফী সৈয়দ সিরাজুছ ছালেকীন।
নামাজ শুরুর আগে ঈদগাহ ময়দান কমিটির সহ সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম। তিনি ঈদগাহ ময়দান কমিটিকে সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। তিনি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনার আহ্বান জানান।
নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা সহ বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ করে, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর চলমান নির্যাতন থেকে তাদের হেফাজত করার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট বিশেষ প্রার্থনা করা হয়।
ঈদগাহে নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই জামাতে অংশ নিতে পেরে তারা অত্যন্ত খুশি।
এ সময় নামাজে অংশ নেন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লিরা।
এছাড়া, পৌর শহরের আরেকটি বড় ঈদগাহ ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেও সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উভয় ঈদগাহেই বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।