নীলফামারীতে শতবর্ষী বটগাছের ভেতর থেকে বেরিয়েছে অলৌকিক হাত!

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের ধুড়ধুড়ির পাড় এলাকায় শতবর্ষী এক বটগাছের গুঁড়ি থেকে বেরিয়ে এসেছে রহস্যময় একটি হাত। অলৌকিক এই দৃশ্য দেখতে এলাকায় হাজারো মানুষের ভিড় জমেছে।

শনিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে স্থানীয় কমল চন্দ্র রায় (৩৫) নামের এক কৃষক কাজ করতে এসে গাছের নিচে হঠাৎ একটি রক্তমাখা হাতের আকার দেখতে পান। প্রথমে ভয় পেয়ে যান তিনি, পরে আশপাশের লোকজনকে ডাকলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকার মানুষজন সেখানে ভিড় করতে শুরু করে।

অলৌকিক হাত দেখতে মানুষের উপচে পড়া ভিড়

 

এলাকার সনাতন ধর্মাবলম্বীদের একাংশ মনে করছেন, এটি দেবী কালী ঠাকুরের বা শীব ঠাকুরের হাত। সুবাস চ্যাটার্জী (৫৫) নামের এক পুরোহিত মনে করেন, এটি শতবর্ষী একটি বট গাছ। অনেকেই মনে করছেন এটি ঠাকুরের হাত। এমন ঘটনার জীবনের প্রথম দেখলেন বলে তিনি জানান।

কৃষিবিদ পার্থ প্রতিম রায় বলেন, এটি অলৌকিক কিছু নয়। দীর্ঘদিন ধরে বটগাছের পরিত্যক্ত স্থানে মাশরুমের জন্ম নিতে পারে, সেক্ষেত্রে গঠন অদ্ভুত আকৃতির হয়ে থাকে।

লক্ষ্মীচাপ ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রহমান জানান, এটি দেখে মোটেও অলৌকিক কিছু মনে হচ্ছেনা। তবে প্রতিটি ধর্মকে শ্রদ্ধা জানানো উচিত। তবে পরিস্থিতি যেনো খারাপের দিকে না যায় সেজন্য প্রশাসনিক সহযোগীতা থাকবে।

You may also like

Leave a Comment