নীলফামারীর ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন এ.এন ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান ইংল্যান্ড প্রবাসী তারেক জামানের নির্দেশনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার সোনারায় হাইস্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সলেমান আলী, প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল গনি স্বপন, সিনিয়র শিক্ষক আশিকুর রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল এবং রুয়েট শিক্ষার্থী মো. লিটন ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও স্কুল কলেজের ছাত্র ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, এ.এন ফাউন্ডেশন বিভিন্ন সময় গরীব ও অসহায় মানুষের জন্য ত্রাণ সহায়তা, শিক্ষা সহায়তা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।