নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে চিলাহাটি ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গাজী মোতালেব হোসেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি প্রভাষক গোলাম আজম, ওলামা বিভাগের সেক্রেটারি প্রভাষক ওয়াহেদুজ্জামান ফারুক, চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজ্জাদ হোসেন চৌধুরী।
বক্তারা মাহফিলে রমজানের তাৎপর্য, সমাজের কল্যাণমূলক কাজে এগিয়ে আসা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। পরে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।##