ডোমারে সর্বস্তরের শ্রমিকদের নিয়ে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর ডোমারে সর্বস্তরের শ্রমিকদের অংশগ্রহণে এক বিশাল গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে ডোমার হাইস্কুল মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, বিশেষ উপদেষ্টা মাওলানা রবিউল আলম এবং নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. হোসাইন আহমেদ।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম। এতে প্রায় এক হাজার শ্রমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment