নীলফামারীতে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের স্বাস্থ্যসেবা বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘সুখী’ অ্যাপ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এছাড়া গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা ডা. লুৎফর রহমান, গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা সোলায়মান রাসেল, সফটওয়্যার প্রকৌশলী রাকিবুল ইসলাম ও আরিফুর রহমান এবং পার্টনারশিপ অফিসার আফজাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ‘সুখী’ অ্যাপের মাধ্যমে অনলাইন ভিডিও কনসালটেশন, অনলাইন ফার্মেসি, হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্ট, ব্লাড ব্যাংক সহায়তা, তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ, হোম ল্যাব টেস্ট, কেয়ারগিভার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। এছাড়াও ১০৬৫৭ নাম্বারে কল করেও এসব সেবা গ্রহণ করা সম্ভব।
গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী জানান, মাত্র ২০ টাকার বিনিময়ে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন। তিনি বলেন, “সবার হাতের নাগালে সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা ‘সুখী’ অ্যাপ চালু করেছি। এখানে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের সেবা পাওয়া যাবে।”
সভায় ‘সুখী’ অ্যাপের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজে স্বাস্থ্যসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।