সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার চার দিনের রিমান্ড শেষে কারাগারে

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

রংপুর থেকে গ্রেফতার হওয়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন সরকারকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকালে রংপুর মেট্রোপলিটন আমলি ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমানের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যায় পুলিশি পাহারায় তাকে কারাগারে স্থানান্তর করা হয়।

গত ৫ মার্চ রাতে রংপুর নগরীর সেনপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ২০২৩ সালের ৪ আগস্ট রংপুর সিটি বাজারের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

৬ মার্চ রংপুরের আদালতে হাজির করে পুলিশ তার ১৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রবিবার তাকে আবার আদালতে হাজির করা হয়। তবে নতুন করে রিমান্ডের আবেদন না করায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

You may also like

Leave a Comment