ডিমলায় ধর্ষণের স্বীকারোক্তির ভিডিও প্রচার করার প্রতিবাদে মানববন্ধন

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর ডিমলা উপজেলায় বৃহস্পতিবার রাতে অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। স্বজনেরা ধর্ষণের শিকার ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় তার বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ডিমলা থানা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে, পরদিন “এনডিবি বাংলা নিউজ” নামের একটি ফেসবুক পেজ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীর স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

এই ঘটনার প্রতিবাদে রোববার (২ মার্চ) দুপুর ২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

ডিমলা উপজেলার শুটিবাড়ি অম্লান চত্বরে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক শাকিল প্রধান, যুগ্ম সদস্য সচিব জিয়ারুল ইসলাম জিয়া, যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির, ডিমলা উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, রাব্বি ইসলাম, নয়ন ইসলাম, মাসুদ ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন ক্রমাগত বাড়ছে। অভ্যুত্থানের সময় নারীরা সামনের সারিতে থাকলেও, পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। ঘরে-বাইরে কোথাও তারা নিরাপদ নন। শহীদ মিনারে ফুল কুড়াতেও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে।

তারা এনডিবি বাংলা নিউজ ফেসবুক পেজের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্ষণের শিকার কিশোরীর ভিডিও প্রকাশ গর্হিত অপরাধ। এটি তার মানসিক ও সামাজিক অবস্থান আরও বিপর্যস্ত করবে। সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে অপসাংবাদিকতা করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।

তারা আরও বলেন, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধের সাহস না পায়।

You may also like

Leave a Comment