কিশোরগঞ্জে ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ, সর্বোচ্চ বিচারের দাবি

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর কিশোরগঞ্জে ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই কর্মসূচির মাধ্যমে অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় নাগরিক কমিটির উপদেষ্টা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি কিশোরগঞ্জ প্রেসক্লাব থেকে শুরু হয়ে থানামোড় হয়ে বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ উপজেলার সহকারী মো. শিব্বির আহমেদ এবং গণঅধিকার পরিষদের নীলফামারী জেলা সভাপতি মো. এ.কে উদার প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে সন্ত্রাস, গুম, খুন, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। যদিও ৩৬ জুলাইয়ের ছাত্র আন্দোলনের মাধ্যমে অনেক অনিয়মের অবসান ঘটেছে, তবে এখনো দেশে অপরাধ প্রবণতা কমেনি। বক্তারা দ্রুত অপরাধীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একযোগে স্লোগান দেন এবং ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

You may also like

Leave a Comment