সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় সহিদুল ইসলাম ফিরোজ (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুনী বাজার এলাকায় খোদা হাফেজ গেটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সহিদুল ইসলাম ফিরোজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা মৃত মো. মোতালেব হোসেনের ছেলে। তিনি সৈয়দপুর শহরের কাজীপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে অবস্থিত খালেদ মার্কেটে ‘নুর এন্টারপ্রাইজ’ নামে তার নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ মোটরসাইকেল চালিয়ে তার শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুনী বাজার এলাকার খোদা হাফেজ গেটের সামনে পৌঁছালে একটি তেলবাহী লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় ফিরোজ নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা গেছেন। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

You may also like

Leave a Comment