নীলফামারীর জলঢাকায় জামায়াতে ইসলামীর পৌরসভা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জলঢাকার দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
জলঢাকা পৌরসভা আমীর আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি অপিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসে সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মিডিয়া প্রচার সম্পাদক প্রভাষক ছাদের হোসেন, জলঢাকা উপজেলা আমীর মোখলেসুর রহমান মাস্টার ও উপজেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “বাংলা ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।” তিনি আরও বলেন, “অধ্যাপক শহীদ গোলাম আযমসহ সকল ভাষা সৈনিকদের সম্মান ও মর্যাদা দেওয়া প্রয়োজন।”
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।